এটি হলো স্ক্যালা এর টাইপ হায়ারার্কি। এই হায়ারার্কি এর একদম উপরে আছে Any। এটি দুই প্রকর হতে পারে। ভ্যালু টাইপ এবং রেফারেন্স টাইপ। AnyVal হচ্ছে সকল প্রিমিটিভ টাইপ এর সাব ক্লাস । অর্থাৎ এগুলো হচ্ছে বিল্ট-ইন টাইপ যেগুলো JVM এ থাকে - যেমন Floating point, integer ইত্যাদি। তবে এখানে ডায়াগ্রাম এ Byte আসলে Short কে extends করে না এভাবে Short আসলে Int কে extends করে না। এটি শুধুমাত্র ডায়াগ্রাম তৈরির সুবিধার্থে করা হয়েছে। আর ডান পাশের গুলো হচ্ছে রেফারেন্স টাইপ – ক্লাস , অ্যারে ইত্যাদি, যেমন String, List . এখানে একটা জিনিস বলে নেই, সব গুলো টাইপ এর একটি কমন সাব ক্লাস আছে, সেটি হলো - Null. অর্থাৎ যেকোন টাইপ আসলে Null হতে পারে।